- Back to Home »
- তথ্য প্রযুক্তি নিউজ »
- গুগল রিডার বন্ধ হয়ে যাচ্ছে চলতি বছরের জুলাই মাসে
Posted by : Unknown
Sunday, March 17, 2013
চলতি বছরের জুলাই মাসে ব্লগ ও সংবাদ পাঠের বিশেষ
সুবিধা ‘গুগল রিডার’ সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ।বিশ্লেষকেরা
ধারণা করছেন, গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘গুগল প্লাস’ কে গুরুত্ব দিতে এবং ‘গুগল রিডার’-এর জনপ্রিয়তা কমে যাওয়ার কারণেই
এ সিদ্ধান্ত নিচ্ছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিডার সেবাটি গুগল কর্তৃপক্ষ বন্ধ করে দিতে চাইলেও ব্যবহারকারীরা এর বিপক্ষে দাঁড়িয়েছেন। ২৫ হাজার ব্যবহারকারী একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। এদিকে গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, গুগল রিডারের পাঠক কমে যাওয়া এবং অন্যান্য সেবাগুলোর গুরুত্ব দিতে ‘রিডার’ বন্ধ করে দেওয়া হবে। তাই জুলাই মাসের আগেই ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরিয়ে নিতে হবে।
২০০৫ সালে ‘রিডার’ সেবাটি চালু করেছিল গুগল। রিয়েলি সিম্পল সিন্ডিকেশন ফিডস (আরএসএস) ব্যবহার করে বিভিন্ন ব্লগ ও জনপ্রিয় ওয়েবসাইটগুলো থেকে সংবাদ পড়ার সুবিধা রয়েছে গুগল রিডারে।
Nice Info! Foremost consideration must be given on that what are the main points or main products power that a online business owner wants to get noticed in the public.
Web Development in Bangalore | Web Development in Chandigarh
Thanks For Your Awesome Post. Ai Rokom R O Post Chaye.
Exclusive Dwonload Site BDMela24.Com
খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post. আরো পোস্ট চাই।
Exclusive Dwonload Site DidarBD24.Com