Widgets

Posted by : Unknown Wednesday, May 8, 2013


website design bangla
দিন যত যাচ্ছে বাড়ছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নানা ধরনের কাজের চাহিদা। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। বিশেষ করে আউটসোর্সিংয়ের কাজে ওয়েবসাইট ডিজাইনের বেশ চাহিদা রয়েছে। নিজের মধ্যে সৃজনশীলতা আছে এমন যে কেউ এ কাজে আসতে পারেন। মূলত ওয়েবসাইট খুললেই যে বাহ্যিক সৌন্দর্য দেখা যায়, সেটিই হচ্ছে ডিজাইন। গ্রাফিক ডিজাইন শেখা থাকলে খুব সহজেই ওয়েবসাইটের ডিজাইন করা সম্ভব। অ্যাডোবি ফটোশপ শিখেও এ কাজ করা যাবে। তবে ভালোভাবে শিখতে চাইলে আরও কিছু সফটওয়্যারে দক্ষতা লাগবে।


ওয়েবসাইট ডিজাইনার নুসরাত জাহান জানালেন, ‘বেশ কিছু সফটওয়্যারে দক্ষতা অর্জন করতে পারলে ওয়েবসাইট ডিজাইনের কাজটি অনেক সহজ। যেমন ফটোশপের মাধ্যমে শুরুতেই ওয়েবসাইটের একটা চেহারা দাঁড় করানো যায়। পরে সেটি নিয়ে গ্রাহকের চাহিদা কিংবা নিজের পছন্দ অনুযায়ী অনেক কিছু যোগ করা সম্ভব।’ এ ছাড়া ওয়েবসাইট অলংকরণের কাজগুলোর জন্য রয়েছে ইলাস্ট্রেটর সফটওয়্যার। এর বাইরে ওয়েবসাইটকে সত্যিকার অর্থে অর্থবহ করে তুলতে সবচেয়ে বেশি প্রয়োজন হাইপার টেক্সট মার্ক-আপ ল্যাংগুয়েজ (এইচটিএমএল)। এইচটিএমএল জানা থাকলে ওয়েব ডিজাইন করা যায় সুনির্দিষ্ট নিয়ম মেনে। আরেকটি জরুরি জিনিস হলো ক্যাসকেড স্টাইল শিট (সিএসএস)। সিএসএস হলো ডিজাইন আকর্ষণীয় করে তোলার অন্যতম হাতিয়ার।

ওয়েবসাইটে গ্রাফিকসের প্রচুর কাজ করা হয়। এ ছাড়া অ্যানিমেশন যোগ করতে প্রয়োজন ফ্ল্যাশের। সুন্দর ও আকর্ষণীয় অ্যানিমেশনের মাধ্যমে ওয়েবসাইটকে জীবন্ত করে তোলা যায়।পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে প্রোগ্রামিং ভাষা জানা দরকার।এ জন্য জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, মাইএসকিউএল শেখা যেতে পারে। জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজও বলা হয়। জাভাস্ক্রিপ্ট শুধু ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) চলতে পারে। জাভাস্ক্রিপ্টের সাহায্যে একটি ওয়েবসাইট ডাইনামিক হতে শুরু করে। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট এবং সার্ভার উভয় দিকেই কাজ করতে পারে ও ব্যবহারকারীর কাছ থেকে ডেটা নিয়ে তা প্রক্রিয়া করে সার্ভারে পাঠাতে পারে।আরও আছে পিএইচপি। এটিও একটি প্রোগ্রামিং ভাষা। পিএইচপি একটা সার্ভার সাইড ও ক্রস প্ল্যাটফর্ম স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। এর উদ্দেশ্য হলো ওয়েব পেজকে দ্রুত তৈরি করা। পিএইচপি ব্যবহার করে কাস্টম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) তৈরি করা যায়। এ ছাড়া ই-কমার্স, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ইত্যাদি তৈরিতেও পিএইচপি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। আরেকটি হচ্ছে মাইএসকিউএল। মাইএসকিউএল হচ্ছে একটা ডেটাবেইস সিস্টেম, যা বিনা মূল্যে পাওয়া যায়।

এগুলোর ওপর একজন ওয়েব ডিজাইনারকে পুরোপুরি দক্ষ করে তোলা সক্ষম। ইন্টারনেটে এসব বিষয়ে রয়েছে বিস্তর ভিডিও এবং লিখিত টিউটোরিয়াল। সেগুলো দেখে ধারণা নেওয়ার পাশাপাশি চর্চা চালিয়ে যেতে পারলে সহজেই কাজটি শেখা সম্ভব। এছাড়াও বাংলা ও ইংরেজিতে ওয়েবসাইট ডিজাইন বিষয় অনেক বই দেশেই পাওয়া যায়। চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে
(যেমনঃ TechnoBD Training) এ বিষয়ে ট্রেনিং নিতে পারেন। তবে নিজে নিজে শিখতে পারলে ভালো কিছু করা সম্ভব।

সুত্রঃ প্রথম আলো – ০৮-০৫-২০১৩

23 Responses so far.

  1. Unknown says:

    আমি সাধারনত বাংলা নিউজ পেপার পড়ি না, তাই এই আর্টিকেল বা ইন্টারভিউ যাই বলেন, পড়া হয় নাই। তবে হেল্পফুল কিছু তথ্য আছে যা সবাইকে বেশ সাহায্য করবে। এই কমেন্টের মেইন যে উদ্দেশ্য তা এক জন মেয়ে হিসাবে ফ্রিল্যান্সার। খুব ভালো লাগছে যে মেয়েরাও এগিয়ে আসছে এই স্বাধীন পেশাতে। খুব ভালো লাগলো...

  2. Naheen says:

    New opportunities are increasing day by day in Bangladeshi IT sector. Hope a better advancement here and Govt. initiatives should be extended to support those tech enthusiastic guys.
    Thanks for the post.

  3. There are thousands of different type outsourcing work starting from copying or typing to more sophisticated and specific work. Just you need to enter this world to explore and then you'll figure it out by yourself make you a expertise.

  4. Website design is the key function of modern out sourcing. It help us to earn foreign currency like developing country Bangladesh.

  5. Day after day web site design is getting popular in outsourcing arena,because nowadays it is hard to thinks that doing business without a website

  6. She is right. Self development is the best way to improve for oneself. She also added some good directions.

  7. It's an informative article which will help those who wants to start a career in graphics design.

  8. Bangladesher narira IT sector a egiye jacce. Ja amader cromo bordoman IT sector er jonno khub-e valo kotha. Government o tai help korar jonno egiye asce.

  9. Time’s to know everything in IT Sector. Especially web site designing current market needed. Your information is really helpful to me. Thanks for your interesting article.

  10. Nowadays country like Bangladesh where a girl himself and their family want to earn from home, outsourcing is a great concern for them. There is innumerous work in Internet from which women can earn handsome amount of money.

  11. Thank you very much for this informative article.Day by day the demand of website design, building and developing task is increasing.One of the important factor is, beside knowing the website design, we also need to know about SEO and online marketing. otherwise website become useless.

  12. This is a nice article. How demand have website designing it is clearly describe in this article. Thank you sir for sharing this.

  13. Everybody is always keep talking about the opportunity in outsourcing sector. Thanks for giving some specific direction.

  14. Anonymous says:

    Well craft, almost every aspect is reflected in your articles about the website design. I hope if anybody learns Photoshop, PHP, java script, animation and HTML language they will be done well in the field of outsourcing. Thank you for your article.

  15. Well craft, almost every aspect is reflected in your articles about the website design. I hope if anybody learns Photoshop, PHP, java script, animation and HTML language they will be done well in the field of outsourcing. Thank you for your article.

  16. There are many outsourcing works is happening in the online sector. For the web designers its a great place to earn money by outsoucing. Anybody who is creative can try in web designing work.

  17. Reading this content anybody can get full knowledge on website design as a beginner. It's all about learning tools and methods, I think. Thanks for the writer.

  18. If we want to earn money by outsourcing then we can build our career in the platform of website designing.

  19. Bangladesh needs lot of skilled people as well as quality teacher and Institute . Combination of this two a student can do better outsourcing. Moreover, our country can earn a handsome amount of foreign remittance.

  20. It is a good article to know about the market place of web development and graphics design. So it is very helpful for us who want to set up their career as a graphics design.

  21. Bangladesher narira IT sector a egiye jache. Ja amader cromo bordoman IT sector er jonno khub-e valo kotha. Government o tai help korar jonno egiye asce.

  22. Unknown says:

    Thanks For Your Nice Post . I Hope I Will See This Type Of Post Again In Your Blog"

    Exclusive Dwonload Site BDMela24.Com

  23. Unknown says:

    Thanks For Your Nice Post . I Hope I Will See This Type Of Post Again In Your Blog"

    Exclusive Dwonload Site BDMela24.Com

রেগুলার আপডেট পেতে

Local SEO Company

আপনার ইমেইল ঠিকানা প্রবেশ করুন:

Delivered by বাংলার আইটি

Popular Post

Powered by Blogger.

- Copyright © 2013 Bangla SEO Blog l বাংলার আইটি l Banglar IT -Banglar IT- Powered by Blogger - Designed by মোঃ আল-আমিন চৌধুরী -